আরামবাগ জেলা

খানাকুলে ফের রাজনৈতিক সংঘর্ষ, রক্তাক্ত দুই বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি, খানাকুল

খানাকুলে ফের রাজনৈতিক সংঘর্ষ। রবিবার গভীর রাতে রঞ্জিৎবাটী এলাকায় আক্রান্ত হলেন দুই বিজেপি কর্মী। গুরুতর জখম হয়েছেন সঞ্জয় নাগা ও গোকুল চক্রবর্তী।অভিযোগ, চিংড়া পঞ্চায়েতের কেটদল এলাকা থেকে বাড়ি ফেরার পথে তাঁদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। নির্দয়ভাবে প্রহার করা হয় দুই বিজেপি কর্মীকে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে খানাকুল হাসপাতালে ভর্তি করা হলেও পরে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করতে হয়। ঘটনার খবর পেয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন স্থানীয় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। কড়া ভাষায় তিনি বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে বিজেপি। তাঁর উপস্থিতিতে আহত কর্মীদের পাশে দাঁড়ান অন্যান্য নেতা-কর্মীরাও।অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে শাসকদলের কোনো যোগ নেই। বরং বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। ইতিমধ্যেই বিজেপি প্রশাসনের দারুস্থ হয়েছে।

Loading

Leave a Reply