গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হয়নি। কিন্তু নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টিপাত চলছে। এর জেরে লাগাতার চারদিন ধরে জল ছাড়ছে ডিভিসি। এর জেরে পুজোর মুখে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে খানাকুলে। এদিকে আবহাওয়া দপ্তর থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছে এবার বৃষ্টিভেজা পুজো হওয়ার সম্ভাবনা প্রবল। লাগাতার জল ছাড়ার জেরে ইতিমধ্যেই নদনদীর জল বাড়তে শুরু করেছে। তারউপর যদি টানা বৃষ্টি হয়, তাহলে পুজোয় বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এতেই মাথায় হাত পড়েছে খানাকুলের পুজো উদ্যোক্তাদের। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুজো প্যান্ডেলগুলিতে। হাওয়া অফিস পঞ্চমী থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেক্ষেত্রে বন্যার আশঙ্কার পাশাপাশি কুমোরটুলি গুলি থেকে মণ্ডপে ঠাকুর নিয়ে যাওয়া নিয়েও ব্যাপক দুশ্চিন্তা দেখা দিয়েছে। এনিয়ে চিন্তিত ঠাকুর গড়ার কারিগররাও। তবে হাওয়া অফিসের পূর্বাভাস যদি সত্যি হয় তাহলে এবার পুজোর আনন্দ অনেকটাই মাটি হতে চলেছে বাঙালির। এদিকে লাগাতার জল ছাড়ায় ডিভিসির বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশ করছেন খানাকুলবাসী। তাঁদের অভিযোগ, পরিকল্পনার অভাবেই দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। গত কয়েকদিন আকাশ তেমন বৃষ্টি হয়নি। ডিভিসি যদি আগে থেকে কিছু কিছু করে জল ছেড়ে রাখত তাহলে নিত্যদিন জল ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হতো না। তবে পুজোয় এবার ভিলেন হতে পারে বৃষ্টি, সেই চিন্তায় মন খারাপ খানাকুল সহ আরামবাগ মহকুমার বাসিন্দাদের।
![]()

