কলকাতা: আবারও নাবালিকার উপর যৌন হেনস্তার অভিযোগে চাঞ্চল্য। এক নয়, দুটি পৃথক ঘটনা ঘটেছে গার্ডেনরিচ ও দক্ষিণ বন্দর থানা এলাকায়। দুই ঘটনাতেই অভিযোগ উঠেছে নাবালিকাদের উপর মানসিক ও শারীরিক নির্যাতনের। ইতিমধ্যেই দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের ডিসি (বন্দর) হরি কৃষ্ণ পাই জানিয়েছেন, “আমরা প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে এবং অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।”
প্রথম ঘটনাটি ঘটেছে দক্ষিণ বন্দর থানা এলাকায়, গত মাসের শেষের দিকে। অভিযোগ, এলাকারই এক তরুণ কুতুবুদ্দিন শাহ তার পরিচিত এক নাবালিকাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে। পরে বিষয়টি প্রকাশ না করার জন্য পরিবারকে হুমকিও দেয় বলে অভিযোগ। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারার পর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সোমবার কুতুবুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি ঘটে গত ১১ অক্টোবর, শনিবার, গার্ডেনরিচ এলাকায়। অভিযোগ, স্থানীয় এক সোনার দোকানের ম্যানেজার ইমতিয়াজ আলম ৯ বছরের এক নাবালিকার উপর যৌন হেনস্তা চালান। সূত্রের খবর, নাবালিকাটি তার এক পরিচিত ব্যক্তির সঙ্গে দোকানের সামনে গিয়েছিল। অভিযুক্ত তাকে কৌশলে অন্যত্র নিয়ে গিয়ে নির্যাতন করে এবং ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বলে।
বাড়ি ফিরে নাবালিকা অসুস্থ হয়ে পড়লে, পরিবারের জেরায় পুরো ঘটনা প্রকাশ পায়। এরপরই পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করে এবং এ দিন সকালে ইমতিয়াজ আলমকে গ্রেফতার করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় দ্রুত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ক্রমাগত এ ধরনের ঘটনা শহরের শিশু ও মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। তবে পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, “নাবালিকাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
![]()


