নিজস্ব প্রতিনিধি, আরামবাগ:
রামকৃষ্ণ সেতুর সংস্কারকাজে অনিশ্চয়তা অব্যাহত থাকায় বুধবার সকাল থেকেই আরামবাগে শুরু হয়েছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। বিভিন্ন বাসমালিক সংগঠনের ডাকে এই ধর্মঘটে প্রায় পাঁচ শতাধিক বেসরকারি বাস রাস্তায় নামেনি। ফলে সকাল থেকেই দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।গত ১০ আগস্ট সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ার পর থেকেই প্রশাসনের নির্দেশে ওই সেতু দিয়ে বাস ও মালবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেতুর দুই প্রান্তে বসানো হয়েছে হাইট বার, ফলে বড় যানবাহনের প্রবেশ সম্পূর্ণ বন্ধ।পুজোর আগে সেতু মেরামতির আশ্বাস দেওয়া হলেও এখনও কাজ শেষ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন বাসমালিকরা। তাদের অভিযোগ, সেতু দিয়ে বাস চলাচল বন্ধ থাকায় প্রতিদিন লোকসানের মুখে পড়তে হচ্ছে। বারবার প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েও কোনো স্থায়ী সমাধান না মেলায় বাধ্য হয়েই এই ধর্মঘটের ডাক।এদিন সকাল থেকেই আরামবাগ বাসস্ট্যান্ডে দেখা যায় জনজট। বাস না থাকায় টোটো, অটো ও প্রাইভেট গাড়িতে উঠতে হুড়োহুড়ি পড়ে যায়। অভিযোগ, সুযোগে তিনগুণ ভাড়া নিচ্ছেন তারা। অফিসগামী, পড়ুয়া ও সাধারণ যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।যাত্রীদের দাবি, দ্রুত রামকৃষ্ণ সেতুর সংস্কার সম্পন্ন করে বাস চলাচল স্বাভাবিক করা হোক। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও সুনির্দিষ্ট আশ্বাস মেলেনি।
ফলে প্রশ্ন একটাই।কবে স্বস্তি ফিরবে আরামবাগের রাস্তায়?
![]()


