About Us

আমরা মনে করি নিরপেক্ষতা একটা ভান। প্রাতরাস থেকে পাপোষে পা-মুছে রাতে বিছানায় ওঠা অব্দি মানুষ একটা পক্ষেই থাকে। তাই আমরা ঘোষিত অ-নিরপেক্ষ! সেই অবস্থানে ভর করেই একদিন সংবাদপত্র প্রকাশের সাহস দেখিয়েছিলাম। এবার কিছুটা দুঃসাহসী আমরা। শুরু করছি ‘এই যুগ এই সময়’এর সহযোগী পোর্টাল aajbangla.com.

ভারসাম্যের সতীপনায় যাঁরা বিশ্বাস করেন, তাঁরা আমাদের অনুসরণ করবেন না। করলে ঠকবেন। কেননা আমরা বামপন্থী নয়, ডানপন্থী নয়, ধান্দাবাজ মধ্যপন্থীও নয়। আমরা সাদাতে নেই, কালোতে নেই, আবার ধূসর ককটেলেও নেই। প্রতিষ্ঠানের পক্ষে আমরা নই, প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নই। তাহলে কী আমাদের অবস্থান?

আমাদের অবস্থান তাই, যা আসলে আপনার অবস্থান। আপনি ঠিক যখন, যেমন, যেখানে, যেটুকু, আমরাও তাই। আপনার হৃৎস্পন্দনে পঞ্চইন্দ্রিয় খাড়া রাখাই আমাদের কাজ!

সিটবেল্ট বেঁধে নিন এবার। কাটমানি টু কান ফেস্টিভ্যাল, মামা টু ওবামা, ইসবগুল টু জোড়াফুল, হ্যাপি হোলি টু বিরাট কোহলি, জয় জগন্নাথ টু শ্রী রবীন্দ্রনাথ, বাম টু রাম, বাণী টু বিরিয়ানি, সব সব সব এবার একছাতের তলায়।

আজ্ঞে না। পাঁচতলা মল, পুরোটাই শাড়ি নয়। ঢুকে দেখুন, টুকবেন না !

Rating: 1 out of 5.

Loading