জেলা

BREAKING NEWS:-আরামবাগে জলে তলিয়ে গিয়ে মৃত্যু জেঠু ও ভাইঝি

দিঘিতে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল জেঠু ও ভাইজির। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বেহালা বাজার এলাকায়।জানা গেছে, মৃত্যুর নাম নিরঞ্জন সিং(৩৮), বৃষ্টি সিং(৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন নিরঞ্জন বাবু তার এক ভাইপো ও ভাইজিকে নিয়ে দিঘিতে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় হঠাৎই জলে তলিয়ে যায় ভাইপো।



পরে ভাইপোকে উদ্ধার করে জেঠু নিরঞ্জন। মুহুর্তের মধ্যে আবার তলিয়ে যায় তার ভাইজি বৃষ্টি। বৃষ্টিকে উদ্ধার করতে গিয়ে নিরঞ্জনবাবু ও ছোট্ট বৃষ্টি ২জনই তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের মৃতদেহ জলে ভেসে ওঠে। পরে খবর দেওয়া হয় আরামবাগ থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় শোকস্তব্ধ এলাকা।



Loading

Leave a Reply