করোনা ভাইরাসের জেরে। এবার কোমর বেঁধে রাস্তায় নামল প্রশাসন। নবান্ন সূত্রে জানা গেছে সোমবার বিকাল থেকে কলকাতাসহ রাজ্যের প্রতিটি পুরসভা এলাকা লকডাউন করা হবে। মূলত জরুরি পপরিস্থিতি মোকাবেলা করতেই প্রশাসনের উদ্যোগ বলে সূত্র থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য মহামারী আকার ধারণ করছে মারণ ভাইরাস করোনা। রবিবারও জনতা কার্ফিউ চলছে,মিলেছে ব্যাপক সাড়াও। এবার কেন্দ্র সরকার সুপারিশ করলো রাজ্যের প্রতিটি কলকাতা শহর কেন্দ্রের এই পরামর্শে সম্মতি দিল রাজ্য সরকার। কেবলমাত্র জরুরী পরিষেবা চালু থাকবে ওষুধ ও খাবারের দোকানগুলো ছাড়া সমস্ত দোকান বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে যে সমস্ত রাজ্যে ও দেশে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সমস্ত এলাকায় এই ভাইরাসের প্রবণতা কমে গেছে। স্বাভাবিকভাবে মারণ ভাইরাস থেকে মানুষের আতঙ্ক ও যন্ত্রণা দূর করতেই কেন্দ্র ও রাজ্যের এই সিদ্ধান্ত। দেশের সবকটি পুরসভার ক্ষেত্রেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই সীলমোহর দিয়ে দিয়েছে রাজ্য। কিছুক্ষণের মধ্যেই নির্দেশিকা নিয়ে নোটিফিকেশন জারি হতে চলেছে বলে খবর মিলেছে।