নয়া ঘোষণা কেন্দ্রীয় রেলের। দেশের মোট ২৫০টি স্টেশনে প্ল্যাটফর্মে টিকিটের দাম পাঁচ গুণ বাড়ল।করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল বলে জানানো হয়েছে। রেলের দাবি, বড় স্টেশনগুলিতে যাত্রী ছাড়া অন্যান্যদের ভিড় কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা। সেটা পাঁচ গুণ বাড়িয়ে ৫০ টাকা করা হল। এই আতঙ্ক কাটলে এই ভাড়া কমতে পারে।
মাত্র কয়েক সপ্তাহ আগের কথা, দিল্লির হিংসা নিয়ে বিজেপিকে দৌব দেখেছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সেই তিনি ভোপালে ফিরে বললেন বিজেপিতে যোগ দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। যদিও এতকিছুর পরেও নিজের ছেলেবেলার বন্ধু জ্যোতিরাদিত্যকে কড়া কথা বলতে নারাজ রাহুল গান্ধী। এমনকী তিনি মনে করেন, গোয়ালিয়রের মহারাজা এখন যা বলছেন তা তাঁর মনের কথা নয়। রাহুল বলেন […]
দেশজুড়ে চলছে লকডাউন। যে সমস্ত পেশার মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে কাজ করছেন তার মধ্যে অন্যতম হলো পুলিশকর্মীরা। কোন জায়গা থেকে অসুস্থ রোগীকে গাড়ি করে তুলে নিয়ে আসা হোক বা কাউকে কোয়ারেন্টাইন এ পাঠানো হোক, আবার করোণ আক্রান্ত মৃত ব্যক্তির দাহকার্য হোক, সবেতেই অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন পুলিশ। আবার মানুষ যাতে সামাজিক দূরত্ব […]
জমানো পুঁজি শেষ। তাই নিজেকে এবং পরিবারকে বাঁচাতে এই লকডাউনের মাঝেই ১৩৫০ কিলোমিটার রাস্তা রিকশা চালালেন মালদার বাসিন্দা গোবিন্দ মণ্ডল। প্রমাণ করলেন ইচ্ছে থাকলেই উপায় হয়। বর্তমানে রয়েছেন ঝাড়খণ্ডের দেওঘরে। জানা গিয়েছে, দিল্লিতে মোটর মেকানিকের কাজ করতেন মালদার বাসিন্দা গোবিন্দ। কিন্তু লকডাউনের জেরে ১৬ হাজার টাকা দিয়েই গোবিন্দকে কাজ থেকে ছাঁটাই করে দেন তাঁর মালিক। […]