কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার নৈহাটিতে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর থেকে রীতিমতো আতঙ্কিত ছিলেন এলাকার মানুষ ঘটনার। বোম স্কোয়াড ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা প্রায় প্রতিদিনই এই কারখানার ভেতরে থাকা বিভিন্ন বোমা নিষ্ক্রিয় করছেন গঙ্গা নদীর তীরে। বৃহস্পতিবার বেশকিছু বোমা নিষ্ক্রিয় করতে আসেন বোম স্কোয়াডের আধিকারিকরা। চলছিল নদীর তীরে বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া। হঠাৎই বোমা নিষ্ক্রিয় করার সময় ভয়ঙ্কর আওয়াজ কেঁপে উঠলো নদীর অপর প্রান্ত হুগলি।
আওয়াজের জেরে বেশ কয়েকটি বাড়ির দরজা,জানালা ভেঙে পড়ে। মুহুর্তের মধ্যে আতঙ্ক গ্রাস করে হুগলি নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামকে। এমনকি বিভিন্ন সরকারি দপ্তরের বাড়ির কাচ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আদালত থেকেও কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। সূত্র থেকে জানা গেছে, এত বিকট আওয়াজে এলাকা কেঁপে উঠেছিল তাতে করে মনে হয়েছিল বড় কোনও দুর্ঘটনা ঘটে গেল। কিন্তু পরে তারা জানতে পারলেন বোমা নিষ্ক্রিয়করনের প্রক্রিয়া চলছে। এই ঘটনার পিছনে হুগলি এলাকার বাসিন্দারা প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন। তাদের দাবি বোমা নিষ্ক্রিয়করণের ফলে তাদের বাড়ির বহু জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে। সঠিকভাবে উপযুক্ত পরিকাঠামো না নিয়ে বোমা নিষ্ক্রিয় করায় এই ধরনের ঘটনা ঘটল। এখনও এলাকার মানুষ আতঙ্কে প্রহর গুনছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।