জেলা

BREAKING NEWS :-বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বড়জোড়া বাজারের প্রায় দু’শো দোকান।

করোনার লকডাউনের মাঝেই আতঙ্কিত হয়ে উঠলেন বিষ্ণুপুরের বড়জোড়া মানুষ। আগুনে ভষ্মীভূত বাঁকুড়ার ‘শিল্প শহর’ বড়জোড়ার একাংশ। ‘বিজয়া ময়দানে’র প্রায় দু’শো দোকান আগুনে পুড়ে ছাই। বিকেল চারটার কিছু পরের ঘটনা। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে দমকল। কি কারণে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা এলাকার মানুষ।

Loading

Leave a Reply