পুজোর আগে ডেঙ্গির আতঙ্ক গোঘাটে। সরকারিভাবে ডেঙ্গি প্রসঙ্গে সচেতনতা বাড়াতে জোরদার প্রচার করা হলেও প্রদীপের নিচে অন্ধকার এর মত গ্রাম পঞ্চায়েতের সামনেই সানন্দে বংশবিস্তার করে চলেছে ডেঙ্গির মশা। ঘটনাটি গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের। গোঘাট গ্রাম পঞ্চায়েতের সামনে যে মার্কেটিং কমপ্লেক্সটি রয়েছে তার পায়খানা ও বাথরুমের কোন নিকাশি ব্যবস্থাই নেই। আর সেখানেই জল […]