দুটি ম্যাচে সহজ জয়ের পর চনমনে এটিকে মোহনবাগান শিবির। আজ ওড়িশা এফসি বিরুদ্ধে অ্যান্টোনিও হাবাস এর দল। এমনিতেই ডার্বিতে জয়ের পর আত্মবিশ্বাসে ফুটছে এটিকে মোহনবাগানের ফুটবলাররা। তবে আত্মতুষ্টিতে রাজি নন পেশাদার কোচ হাবাস। জয় তাঁর মূল লক্ষ্য। প্লেয়ারদের সেই বার্তাই দিয়েছেন এই স্প্যানিশ কোচ। এই মুহূর্তে এটিকে মোহনবাগানকে স্বস্তিতে রেখেছে দুটি ম্যাচই গোল পেয়েছেন তাদের […]