খানাকুল থানার অন্তর্গত খুনিয়াচক গ্রামের মল্লিকপাড়া এলাকায় গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম বেবি খাতুন, বয়স ২৯। জানা গেছে চার বছর আগে সাইফুল মল্লিকের সাথে বিয়ে হয় বেবি খাতুনের। ছয় মাসের একটি কন্যা সন্তানও আছে তাদের। সাইফুল মল্লিকের বাবার নাম মুজিবর মল্লিক। এদিন বেবি খাতুনের শ্বশুর বাড়ির লোকেরা বাপের […]