২০২৩ সালের জাতীয় মেধা সম্পদ পুরস্কার পেলো চুঁচুড়ার কিশোর বিজ্ঞানী, অভিজ্ঞান কিশোর দাস। অভিজ্ঞানই হলো প্রথম বাঙালি আবিষ্কারক যে মেধা স্বত্ব অধিকারি এবং তার বাণিজ্যিকীকরণ এর গুরুত্বর বিচারে ১৮ বছরের নিচের বিভাগে এই জাতীয় পুরস্কার লাভ করলো। প্রসঙ্গত এর আগে কোনো বাঙালি উদ্ধভাবক বা আবিষ্কারক ব্যাক্তিগত মেধা স্বত্বর ক্ষেত্রে এই পুরস্কার অর্জন করেনি। ২০০৯ সাল […]