শ্যামলেন্দু গোস্বামীঃ- লকডাউন নিয়ে বহুবার মানুষকে সচেতন করা হলেও নির্বোধ মানুষগুলি অবশ্য বদলায় নি। তাই লকডাউন মানার জন্য অভিনব উদ্যগ নিল বীরভূম পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে মোটরবাইকের লাগিয়ে দেওয়া হচ্ছে বিশেষ স্টিকার। তারিখ লেখা এই স্টিকার দেখেই এবার মোটরবাইক শনাক্ত করার ব্যবস্থা করল জেলা পুলিশ। বিভিন্ন অজুহাতে মোটরবাইক নিয়ে বেরিয়ে পড়ছে জেলার বিভিন্ন জায়গার […]