নিজস্ব প্রতিনিধি, খানাকুল খানাকুলে ফের রাজনৈতিক সংঘর্ষ। রবিবার গভীর রাতে রঞ্জিৎবাটী এলাকায় আক্রান্ত হলেন দুই বিজেপি কর্মী। গুরুতর জখম হয়েছেন সঞ্জয় নাগা ও গোকুল চক্রবর্তী।অভিযোগ, চিংড়া পঞ্চায়েতের কেটদল এলাকা থেকে বাড়ি ফেরার পথে তাঁদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। নির্দয়ভাবে প্রহার করা হয় দুই বিজেপি কর্মীকে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে খানাকুল হাসপাতালে ভর্তি করা হলেও পরে […]
![]()










