ফের দিল্লিতে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোররাতে পশ্চিম দিল্লির পিরাগারহি এলাকার একটি কারখানায় আগুন লাগে। আগুন লাগার জেরে ধ্বসে যায় কারখানার একটি অংশ। যার তলায় একাধিক দমকলকর্মী-সহ বহু মানুষের আটকে পরেছেন বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয়দের সাহায্যে দ্রুত গতিতে চলছে উদ্ধারের কাজ। দমকল সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওযার পরই প্রথমে ঘটনা স্থালে পৌঁছায় সাতটি ইঞ্জিন। […]
![]()
