১৮৯৮ সালের কলকাতা। শহরের অলিগলিতে তখনও রিকশার টুংটাং শব্দ, হাতে গামছা বাঁধা ঠেলাগাড়ি টেনে ছেলেরা দৌড়চ্ছে। চারদিকে ইংরেজদের বিলাসবহুল গাড়ি, আবার কোথাও মাটির ঘরে বসা বাঙালি পরিবারের হাহাকার। এই দ্বন্দ্বের মধ্যেই সরলা দেবী চৌধুরাণী জানলার পাশে দাঁড়িয়ে ভাবছেন— “দেশ জাগছে, পুরুষেরা বিপ্লব করছে, গান গাইছে। কিন্তু নারীরা? তারা কি এখনও শুধু আঁচলের আড়ালেই বন্দি থাকবে?” […]
![]()





