সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে বিভিন্ন ফৌজদারি মামলায় দন্ডিত সাজাতে ইতি টেনে স্বাভাবিক জনজীবনে ফিরেছিলেন জঙ্গলমহলের পরিচিত মুখ ছত্রধর মাহাতো। ছত্রধর মাহাতোর নিহত ভাই শশধর মাহাতো একদা বঙ্গ মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তাই দক্ষ সংগঠক ছত্রধর মাহাতোর রাজনৈতিক চর্চা বরাবরই তুঙ্গে৷ কারামুক্তির সাথে সাথেই এই রাজ্যের শাসকদলের রাজ্য কমিটিতে জায়গা পান ছত্রধর। তৃণমূলের রাজনৈতিক জীবন […]