কথায় বলে, লোকে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না! আমাদের মনুষ্যসমাজেরও সেই স্বভাব। নির্বিচারে গাছ কেটে বসতি বানিয়েছি। বাণিজ্যিক পশুপালনের জন্য বিঘের পর বিঘের জঙ্গল এক্কেবারে সাফ। সাপ-ব্যাঙ-ইদুর-বাদুর খাবার তালিকা থেকে বাদ যায়নি কিছুই। বহাল তবিয়তে দিব্য পরিবেশ ধ্বংস করে মনুষ্যত্বের জয়ধ্বজা উড়িয়েছি। কিন্তু প্রকৃতি বেচারাই বা আর কাঁহাতক এই অত্যাচার সহ্য করে! আর তাই […]