কালীমন্দিরে বিস্ময়কর পায়ের ছাপ! পায়ের ছাপ দেখতে ভিড় জমেছে ভক্তদের। সিউড়ী পৌরসভার অন্তর্গত হাটজান বাজার কলোনির রটন্তী কালী মন্দিরে মঙ্গলবার সকালে হঠাৎ একজোড়া পায়ের ছাপ লক্ষ্য করা যায়। এই পায়ের ছাপকে কেন্দ্র করে শুরু হয়েছে রহস্য। আর সেই রহস্যকে ঘিরে ভক্তদের ভিড় জমতে শুরু করেছে মন্দিরে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই রটন্তী কালি মন্দিরটি কেবলমাত্র […]