বর্তমান কোভিড পরিস্থিতিতে যখন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে রেশন দুর্নীতি, কোথাও আমফানের ত্রাণের টাকা লুঠের অভিযোগ,নেতাদের পরিবারের সকলের চাকরির অভিযোগ উঠছে, তখন নিজের ফ্ল্যাট দলকে দান করে দিলেন বাঁশদ্রোণীর এলাকার সিপিআই(এম)-এর পার্টি সদস্যা ছায়া পালিত।এ ঘটনা দৃষ্টান্ত বইকি। সিপিআই(এম)র জনস্বাস্থ্য আন্দোলনের ফ্রন্টাল সংগঠন পিপলস রিলিফ সোসাইটির হাতে ফ্ল্যাট দান করলেন এই সিপিআই(এম)কর্মী। তাঁর স্বামী প্রয়াত বিমল […]