জেলা

বাংলার কৃষকের ভিন রাজ্যে সম্পূর্ণ নিখরচায় জটিল অপারেশন হবে স্বাস্থ্যসাথী কার্ডে।

বছরখানেক আগেই প্রথম সমস্যাটা ধরা পড়েছিল আরামবাগ থানার সালেপুর ২ গ্রাম পঞ্চায়েতের ডোঙ্গল এলাকার বাসিন্দা সমর মান্নার(৬২)। পেশায় চাষাবাদের সাথে যুক্ত সমরবাবুর শুরু হয় চিকিৎসা। পরে চিকিৎসকরা জানতে পারেন তাঁর একটি কিডনিতে পাথরের পাশাপাশি রয়েছে টিউমারও। এরপরই কোলকাতায় শুরু হয় ছোটাছুটি। সমরবাবুর অপারেশনের জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন। তবে চেন্নাইয়ের ভেলোরে তাঁর চিকিৎসা হলে খরচ […]

Loading