রাজ্য

রানু মন্ডলের জীবনে অাবার নেমে এলো অন্ধকার।

স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিও করোনার কারণে বন্ধ রয়েছে। রানু গত ছয় মাস ধরে কোনও স্টেজ শো করেননি। তিনি বর্তমানে রানাঘাটের বেগোপাড়ায় মামীর বাড়িতে একা বাস করছেন। কিছুদিনের চাঁদের আলোর পরে অন্ধকার রাত আবার ফিরে এসেছে রানু মণ্ডলের জীবনে। প্রসঙ্গত বাংলার নদীয়া জেলার রানাঘাট রেলওয়ে স্টেশনে ভিক্ষাবৃত্তির জন্য যখন গাওয়া একটি গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় […]

Loading