এবারের সুপারফাস্ট ট্রেন থাকবে শুধুমাত্র এসি কামরা। এর জন্য সাধারণ যাত্রীদের ক্ষেত্রেও বাড়তে পারে ভাড়া ।কোন স্লিপার থাকবে না এই দূরপাল্লার সুপারফাস্ট ট্রেন গুলিতে। প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই মোদি সরকার ঘোষণা করেছিল রেলকে বেসরকারিকরণ করা হবে। সেই নিয়ে বিরোধীদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে মোদি সরকারকে ।মোদি সরকার এবার আর এক নয়া সিদ্ধান্ত নিল রেল নিয়ে। […]