লকডাউনের জেরে বন্ধ রয়েছে ফেরি পরিষেবা দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। কিন্তু উপায় নেই, সংসারের জোয়াল যে রয়েছে কাঁধে। পেট চালাতে ভাগীরথী নদী সাঁতারে পেরিয়ে প্রতিদিন নিজের কর্মস্থল ভিন জেলায় যাচ্ছেন কালনার জাপটপাড়ার যুবক। এই যাত্রায় জীবনের ঝুঁকি রয়েছে অনেক, কিন্তু তা উপেক্ষা করে এভাবেই প্রতিদিন চলছে তাঁর যাতায়াত। প্রত্যেকদিন তাঁর এই যাতায়াতে হতবাক নদীর পাড়ের […]