‘ইয়া তৃণমূলমে রহো, ইয়া বিজেপিকে সাথ চলা জাইয়ে, দোনো কো সাথ প্রেম মত কি জিয়ে ভাইয়া’ নাম না করে শুভেন্দুকে কটাক্ষ কল্যানের। মঙ্গলবার ব্যান্ডেল সাহেববাগানে আয়োজিত তৃণমূলের সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যান্ডেল রেলস্টেশন সংলগ্ন ওই এলাকা ভারতীয় রেলের আওতায় রয়েছে। যদিও স্বাধীনতার পর থেকে সাহেববাগান, সাহেবপাড়া, ক্যান্টিন বাজার, পীরতলা প্রভৃতি এলাকায় […]