বিজ্ঞান চর্চায় বিশ্বের প্রথম ১০০টি সেরা শহরের মধ্যে ঢুকে পড়ল কলকাতা। ১২১ থেকে ২২ ধাপ টপকে উন্নত বিজ্ঞান নগরী হিসেবে ৯৯ তম স্থানে এল সিটি অব জয়। ভারতের প্রিয় শহর হিসেবে স্থান পেল কলকাতা। আরো একটি শহর হল বেঙ্গলুরু। ওই শহরের স্থান ৯৭। তবে ভারতের কোন শহর কলকাতা ও বেঙ্গালুরুর ধারে কাছেই নেই। জানা গেছে […]