প্রায় মাসের বেশী লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন অসংখ্য পরিযায়ী শ্রমিক। সম্প্রতি প্রশাসনিক উদ্যোগে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা হয়েছে। তেমনি কেউ কেউ আবার ব্যক্তিগত উদ্যোগে গাঁটের কড়ি খরচ করে বাড়ি ফিরছেন। নিজের জমানো টাকা খরচ খরচ করে বাঁকুড়ার সারেঙ্গার চিংড়া গ্রামের এমনই তিন যুবক চেন্নাই থেকে বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরেও যে তারা খুব নিশ্চিন্ত […]