প্রায় আট মাস পর বাংলায় লোকাল ট্রেন চালু হল৷ কিন্তু করোনা পরিস্থিতিতে ট্রেনে উঠতে মানতে হবে কিছু নিয়ম৷ রাজ্য সরকারের দেওয়া নিয়মগুলো হল–(১)যাত্রীদের মাস্ক বা ফেসকভার বাধ্যতামূলক৷ (২)করোনা-সচেতনতায় প্রচারে জোর দিতে হবে৷ (৩)প্রত্যেকটি ট্রেনের কামরা প্রতিদিন স্যানিটাইজ করতে হবে৷ (৪)প্ল্যাটফর্মের শৌচাগার পরিষ্কার রাখতে হবে৷ (৫) প্রয়োজনে স্টেশনের কিছু গেট বন্ধ করে দেওয়া হতে পারে৷ (৬) […]