অবশেষে বিশালকে নিয়ে বিষ্ণুর মাথার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। বৈদ্যবাটি বিঘাটির একটি নয়ানজুলি থেকে কাটা মুন্ডু উদ্ধার হল বিষ্ণু মালের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রসঙ্গত, সোমবারই চন্দননগর পুলিশ কমিশনারেটের হাতে আসে বিষ্ণু মাল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বিশাল দাস। গত ১০ই অক্টোবর। বাড়ির সামনে থেকেই অপহরণ করা হয় বছর ২৩এর বিষ্ণু মালকে। তদন্তে নেবে […]