বিশ্ব

বিমান চালকের রেস্তোরাঁ। চাকরি যাবার কারনে এখন রেস্তোরাঁই ভরসা।

করোনা আবহে (Corona Pandemic) বহু বিমান চালকেরই চাকরি চলে গিয়েছিল। তাঁদেরই একজন ছিলেন মালয়েশিয়ার (Malaysia) কুয়ালালামপুরের বিমান চালক আজরিন মহম্মদ জাওয়ায়ি। শেষপর্যন্ত সংসার সামলাতে রাস্তার পাশে খাবারের দোকানই খুলে বসেন। নাম দেন ‘Kapten Corner’। প্রত্যেকদিন দোকানে রান্না করতে শুরু করেন বিমান চালকের পোশাক পরেই। বলা বাহুল্য, তাঁর রান্নার হাতটিও কিন্তু দুর্দান্ত। আর তাই কয়েকদিনের মধ্যে […]

Loading