পারিবারিক পাহার ভ্রমনই পাহার প্রেমের কারন হয়ে ওঠে এভারেস্ট জয়ী কন্যার। ছোট বেলায় বাবা-মায়ের হাত ধরেই নেপাল সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন পাহার দর্শন চন্দননগর কাঁটাপুকুরের বাসিন্দা পিয়ালী বসাকের। বাবা তপন বসাকের ছিল পারিবারিক কেমিক্যাল ব্যাবসা। মা স্বপ্নাদেবী প্রথম থেকেই গৃহবধু। বসাক দম্পতির দুই মেয়ে পিয়ালী ও তমালি। বছর একত্রিশের পিয়ালী বড়। পাহার ভ্রমনের সময় তপনবাবুই […]