ট্রাক্টরে করে সরকারি স্বীকৃত গমের বস্তা নিয়ে যাওয়ার পথে গাড়ি আটক করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মহাদেবপুর এলাকায়। পুলিশ ট্রাক্টর চালককে আটক করে গমের বস্তাগুলি বাজেয়াপ্ত করেছে।ঘটনার তদন্ত করছে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটাহার ব্লকের ডামডোলিয়া থেকে ৭০ কুইন্টাল গম বোঝাই একটি ট্রাক্টর রায়গঞ্জের দিকে আসছিল। সেইসময় রায়গঞ্জ ব্লকের মহাদেবপুর গ্রামের […]