সরকারি রেশন দোকানের আদলে বেসরকারিভাবে বিনা পয়সার ‘রেশন দোকান’ বসিয়ে অভিনব পদ্ধতিতে দুঃস্থদের পাশে দাঁড়াচ্ছেন জামালপুরের সংঘশ্রী ক্লাবের সদস্যরা। লকডাউনের এই পরিস্থিতিতে ওই অভিনব রেশন দোকান থেকেই চাল, আটা পাচ্ছেন সরকারি রেশন কার্ড না থাকা গরিব দুঃস্থরা। লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়া গরিব পরিবারের মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। তাঁদের অনেকেরই সরকারি রেশন কার্ডও নেই। ফলে […]