যেই মাটিতে গড়ার টানে বিদায় নিয়েছে বাম, আসার টানে সেই মাটিকেই বেছে নিয়েছে রাম!’ সত্যি শুনতে যেন অবাক লাগছেই। হ্যাঁ এটা একবারই সত্যিই হুগলির সিঙ্গুরের ক্ষেত্রে! সিঙ্গুর মানেই জমি আন্দোলন! সিঙ্গুর মানেই ৬০০ বনাম ৪০০-র লড়াই! সিঙ্গুর মানেই গুলির শব্দ, লাঠির ঘা, রাতজাগা আন্দোলন। সিঙ্গুরে শিল্প গড়ার টানে বাংলায় বামেদের ৩৪বছরের শাসনের অবসান হয়েছে। এরপর […]