জেলা ছাড়িয়ে ভিন জেলায় গিয়ে আত্মঘাতী নবদম্পতি। ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়ালো আরামবাগ শহরের বৃন্দাবনপুর এলাকায়। মৃত বধুর নাম রাখি প্রামানিক ও স্বামীর নাম অর্জুন দোলুই। হাওড়ার ডোমজুড় এলাকাতে গিয়ে আত্মঘাতী হয়েছে অর্জুন-রাখি বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরামবাগ শহরের ১ ওয়ার্ডের রাখি প্রামাণিকের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বাড়ি লাগোয়া […]