ভ্যাকসিন নিয়ে লাগাতার চর্চার মধ্যেই নতুন জল্পনা। করোনা নির্মূল করবে অতিবেগুনি রশ্মি। করণা নির্মূলে নতুন রাস্তা খুঁজে পেল একদল মার্কিন গবেষক। তাঁদের দাবি ভ্যাকসিন আবিষ্কারের ঝুঁকি নেই। টিকা প্রয়োগে কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা নেই। এমনকী বিপুল অঙ্কের টাকা খরচের প্রয়োজন নেই। শুধুমাত্র অাল্ট্রাভায়োলেট রশ্মির সামান্য একটু স্পর্শেই নির্মূল নাকি কুপোকাত হবে করোনা। চিকিৎসা পরিভাষায় এই পদ্ধতিকে […]