যে দধীচিদের হাড় দিয়ে ঐ বাষ্প-শকট নির্মাণ হয়েছে সেই দধীচিরাই শকটের তলায় একের পর এক প্রাণ হারাচ্ছে। যে শ্রমিকরা রাস্তাঘাট, কল-কারখানা, রেল নির্মাণ করছে আজ চরম বিপদের দিনে তারাই একের পর এক বলিদান দিচ্ছে। চার ঘন্টার আগাম ঘোষণায় ভারতবর্ষজুড়ে লকডাউন শুরু হয়েছিল। স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ পরিযায়ী আটকে পড়ে অপরিকল্পিত লকডাউনের […]