অভাব হবে না খাদ্যের। জোয়ার আসবে কর্মসংস্থানের। ধুঁকতে থাকা অর্থনীতির কোমর সোজা করার দাওয়াই। ভোটের বাজারে এইসব চিরপরিচিত ইস্যু এখন অতীত। গত কয়েক বছরে ভোটের ইস্যুতে এসেছে আমূল পরিবর্তন। মেকি দেশপ্রেমের জিগির, ধর্মের টনিক থেকে কোনও বিশেষ সম্প্রদায়ের ভোট টানার অঙ্ক। এসবই উঠে এসেছে ভোটের রাজনীতিতে। এবার ভোটের বাজারে অন্যতম ইস্যু অভিনেতা সুশান্ত সিং রাজপুতের […]