দেশ

tiktok সহ ৫৯ টি চীনা অ্যাপ ব্যান করল ভারত সরকার

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ ক্রমশ চড়তেই চীনা দ্রব্য বয়কটের প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করেন দেশবাসী। অনেক জায়গায় চীনা এলইডি লাইট থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য, মোবাইল ফোন নষ্ট করে প্রতিবাদ করা হয়৷ এমনকী চীনা বিভিন্ন অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা তৈরি হয়।

অবশেষে সেই সম্ভাবনাই সত্যি হল। ভারত-চীন যুদ্ধের আবহে ব্যান করা হল ৫৯টি চীনা মোবাইল অ্যাপ। এই তালিকায় আছে TikTok, UC Browser, Xnender, Beauty app-এর নামও। সোমবার রাতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

এই সমস্ত অ্যাপের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারা এবং ২০০৯ সালের তথ্যপ্রযুক্তি বিধির সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করে এগুলি ব্যান করল মোদি সরকার। দেশের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর হবে। এদিনের নির্দেশিকা জারির পর দেশজুড়ে শোরগোল পড়েছে। তবে এর জেরে হতাশ অনেক টিক টক স্টারেরা।

Loading

Leave a Reply