আরামবাগ : ৫০০০ বিঘা জমির ফসল বাঁচাতে PWD এর আধিকারিকদের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ আরামবাগের সালেপুরের রামনগরের কৃষকদের। পাকার কালভার্টের দাবিতে রাস্তা অবরুদ্ধ করে রাখেন তাঁরা। সালেপুরের রামনগরের কৃষকদের এ যেন মরার উপর খাড়ার ঘা। এমনিই কৃষকরা চাষবাস করে বিশেষ কিছু মুনাফা লাভ করতে পারছে না। তার উপর বর্তমান প্রজন্মের অধিকাংশ ছেলে মেয়েই কৃষি কাজে বিমুখ। […]