সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হাত ছাড়ার পর বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন সিন্ধিয়া। তাকে নিজেদের দলে স্বাগত জানান সর্বভারতীয় বিজেপি সভাপতি নাড্ডা। তার বক্তব্যে সিন্ধিয়াকে পরিবারের সদস্য বলেও উল্লেখ করেন নাড্ডা।
দলে যোগদান করার পরেই সিন্ধিয়া তার বক্তব্যে কংগ্রেসের প্রতি ক্ষোভ উগরে দেন। বিজেপির নতুন সদস্য হওয়ার পর সিন্ধিয়া তাঁর বক্তব্যে বলেন, কংগ্রেসে থেকে জনসেবা করা সম্ভব হচ্ছিল না। ১৮ মাস পরেও কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি মধ্যপ্রদেশের সরকার। ১০ দিনের মধ্যে কৃষি ঋণ মুকুব করার প্রতিশ্রুতি দিলেও তা করা হয়নি। বেকারত্ব সমস্যা সমাধানে কোনো রকম পদক্ষেপ নেয়নি কমলনাথ সরকার।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আরও বলেন, আমার জীবনে দুটি দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২০০১ সালের ৩০ সেপ্টেম্বর বাবাকে হারিয়েছিলাম। আর ১০ মার্চ নতুন কর্ম জীবনে প্রবেশ করলাম। বিজেপি দলে তাকে স্বাগত জানানোয় মোদি, অমিত শাহর পাশাপাশি নাড্ডাকে ধন্যবাদ জানান সিন্ধিয়া।