বিনোদন

টলিউডের অভিনেতা সোহম করোনায় আক্রান্ত হলেন।

কোয়েল মল্লিক-সহ পরিবারের চার সদস্য আক্রান্ত হন করোনায়। সক্রমিত হন রাজ চক্রবর্তীও। এছাড়া টেলি সিরিয়ালের অনেক অভিনেতা-অভিনেত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেতা তথা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সোহম চক্রবর্তী। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃদু উপসর্গ রয়েছে। সোহমের শরীরে বেশ কিছুদিন হল মৃদু উপসর্গ দেখা দিচ্ছে। তাতেই সন্দেহ বাসা বাঁধে মনে। এরপরই তিনি করোনা পরীক্ষা করান। রিপোর্ট আসার পর দেখা যায়, তাঁর শরীরে বাসা বেঁধেছে করোনা ভাইরাস। তাঁকে কোনওরকম ঝুঁকি না নিয়ে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, তিনি সুস্থ রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়।

সোহমের স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তারা কেউ-ই করোনা আক্রান্ত নন। প্রসঙ্গত উল্লেখ্য, টলিউডে বেশ কিছুদিন ধরেই থাবা বসিয়েছিল করোনা। তবে সবাই স্বাভাবিক জীবনে ফিরেছেন সংক্রমণ সারিয়ে।

Loading

Leave a Reply