দেশ

ভোটের আগে শুটআউট দিল্লিতে, নিহত পুলিশের এক সাব-ইন্সপেক্টর।

দিল্লিতে ভোটের আগের দিন রাতেই আততায়ীর গুলিতে খুন হলেন দিল্লির এক মহিলা সাব-ইনস্পেক্টর। মেট্রো স্টেশন থেকে বাড়ি ফেরার পথে গুলি করে খুন করা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ২৬ বছরের মহিলা সাব-ইনস্পেক্টরের নাম প্রীতি আহলাওয়াত। সে পূর্ব দিল্লির প্রতাপগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পুলিশ স্টেশনে পোস্টেড ছিলেন। শুক্রবার কাজ সেরে বাড়ি ফেরার পথে গুলি করা হয় তাঁকে।

পুলিশ জানিয়েছে, গতকাল রাতে সাড়ে ৯টা নাগাদ রোহিনী এলাকার একটি মেট্রো স্টেশনে নেমে বাড়ি ফিরছিলেন প্রীতি। মেট্রো স্টেশনের কাছেই তাঁর উপর হামলা হয়। কাছ থেকে মাথায় তিনটি গুলি করা হয় তাঁকে। ঘটনাস্থলেই পড়ে যান প্রীতি। তারপরেই আততায়ী পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশেপাশের কিছু মানুষ সেখানে ছুটে আসেন। তাঁরা পুলিশে খবর দেন।

জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রীতির। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জানানো হয়েছে, আততায়ীকে চিহ্নিত করেছেন তাঁরা। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ভোটের আগেই এই ঘটনায় শোরগোল পড়েছে দিল্লিজুড়ে।

Loading

Leave a Reply