রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :মুর্শিদাবাদে জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানার ধুলিয়ান ফেরিঘাট থেকে দুই ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ফেরিঘাট থেকে আটক করে এবং দুই হাজার টাকার জাল নোট উদ্ধার করে, এক লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার দুইজন। পাপাই ঘোষ (২৫) ও দেবব্রত কৌশিক কুমার মন্ডল (২৬) দুইজনের বাড়ি মালদহ জেলা মোথাবারী থানার রাজনগর মডেল গ্রামে।
জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি সন্দীপ কাররা বলেন , এরা মালদার বৈষ্ণবনগর থেকে নদীপথে জাল নোটগুলি নিয়ে আসছিল তখনই পুলিশ সন্দেহ অবস্থায় তাদেরকে ধরে এবং তাদের কাছ থেকে জাল নোট উদ্ধার করে। জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে এবং ৭ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার কথা জানান।