জেলা

১০০ ছুঁই ছুঁই স্বামীকে ট্রলিতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যান ৮৫ বছরের স্ত্রী

৮৫ বছরের স্ত্রী সাইকেল ট্রলিতে করে ১০০ ছুঁই ছুঁই স্বামীকে টেনে নিয়ে হাসপাতালে যাচ্ছেন। নদীয়া জেলার হাঁসখালির প্রেমনগর এলাকায় এমনই দৃশ্য ধরা পড়ছে বেশ কিছুদিন ধরে। জানা গেছে কিছুদিন আগে সাইকেল ট্রলি চালানোর সময় দুর্ঘটনায় স্বামীর কোমর ভেঙে যায়। তারপর থেকেই বিছানায় শয্যাশায়ী স্বামী হাজারী বিশ্বাস।

অসুস্থ স্বামীকে নিয়ে স্ত্রী যশোদা বিশ্বাস নদীয়ার হাঁসখালি থেকে সাত কিলোমিটার দূরে বগুড়ার গ্রামীণ হাসপাতাল নিয়ে যান। এক ছেলে থাকলেও ১২ বছর ধরে সেই ছেলের কোনও খোঁজ মেলেনি। তাই এখন স্বামীর অবলম্বন স্ত্রী। অার স্ত্রীর অবলম্বন স্বামীই। তাই এই বয়সেও স্বামীকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন ৮৫ বছরের স্ত্রী। যার নিজের মধ্যে পুরোপুরি বয়সের ছাপ স্পষ্ট। সমাজে যখন পরকীয়ার সম্পর্ক আকছার ঘটছে। ঠিক তখনই এরূপ বিরল দৃশ্য দেখে সমস্ত নদীয়াবাসী হতচকিত।

স্ত্রী যশোদা বিশ্বাস দুটি বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালান। আর স্বামী সরকারি সহায়তা পান হাজার টাকা। তাই মাসিক তিন হাজার টাকা পুঁজি করেই চলছে সংসার। তার সাথে অাছে ওষুধের বাড়তি খরচও। এলাকার মানুষের দাবি, আরও কিছু সরকারি সহায়তা পেলে বা কোনও মানুষের সহায়তা পেলে হয়তো তাদের শেষ দিনগুলো একটু সুখের হতো।

1424 total views , 1 views today

Leave a Reply