দেশ

অরিজিনাল স্পাইডারম্যানের ভিডিও ধরা পরল নেট দুনিয়ায়।

নেটদুনিয়ায় দেখা মিলল বাচ্চা স্পাইডারম্যানের। এ যেন এক স্পাইডারম্যানের ছোট্ট শিশু। ছবিতে দেখা যাচ্ছে বছর ৩-৪ এর একটি শিশু হাত পায়ে ভর দিয়ে দেয়াল বেয়ে দিব্যি উঠে যাচ্ছে। খাটের উপরে বসে থাকা একটি শিশু বহাল তবিয়াতে দেয়াল বেয়ে চড়চড় করে উঠে যাচ্ছে।

এ জেনো মুভিতে দেখা সিনেমার মতো। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি । তবে এহেন ঘটনা দেখে তাদের পরিবারের লোক একটুও বিস্মিত নয়। ভিডিওটির নিচে লেখা আছে ভগবানের দেওয়া দেবশিশু। শিশুর নাম বিরাট শর্মা বলে জানা গিয়েছে ৷

Loading

Leave a Reply