জেলা

অল্প পরিকাঠামো নিয়েই ক্যান্সারের আক্রান্ত মহিলার অপারেশন করে নজির বাঁকুড়ায়

হাসপাতালের জন্মলগ্ন থেকে এই প্রথম বড় ধরনের কোনও অস্ত্রোপচার করে নজির গড়লো বাঁকুড়ার ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। ন্যুনতম পরিকাঠামোর মধ্যে ক্যান্সারে আক্রান্ত এক মহিলার স্তন থেকে টিউমার বাদ দিলেন শল্য চিকিৎসক ডাঃ অলি দাস অধিকারী। দুই সহকারীকে সঙ্গে নিয়ে দু’ঘন্টা, চেষ্টায় এই সফল অস্ত্রোপচার করেন। এই বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডাক্তারি পরিভাষায় এই অস্ত্রোপচারের নাম ‘মডিফায়েড রেডিক্যাল মাস্টেকটমি’।

হাসপাতাল সূত্রে খবর, লকডাউনের মধ্যেই সপ্তাহ তিনেক আগে স্থানীয় ঘোড়ামৌলি গ্রামের বাসিন্দা আরতি বাউরী বুকে যন্ত্রণা নিয়ে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আসেন। অত্যন্ত দুঃস্থ পরিবারের এই রোগীকে প্রয়োজনীয় পরীক্ষা করার পর জানা যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত। এমনকি লকডাউন পরিস্থিতিতে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়। কিন্তু এই হাসপাতালে সাধারণভাবে গলস্টোন, কিডনি স্টোন, হার্নিয়া আর অ্যাপেনডিক্সের মতো অপারেশন হয়। কিন্তু রোগী ও তার পরিবারের কথা ভেবে সীমিত পরিকাঠামোর মধ্যেও এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাড়ির পাশে এই ধরণের জটিল অস্ত্রোপচার

হওয়ায় খুশি ছাতনার মানুষ ও সংশ্লিষ্ট রোগীর পরিবারও।হাসপাতালের সুপার ডাঃ বিশ্বজিৎ দে বলেন, আগে অন্যান্য ধরনের অস্ত্রোপচার হলেও এই প্রথম ক্যান্সারের অপারেশন হল। রোগী ভালো আছেন ও দ্রুত সুস্থ হয়ে উঠছেন

Loading

Leave a Reply