এবার আইএফএ পরিচালিত মহিলা ফুটবল লিগের নাম হলো কন্যাশ্রী লিগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কন্যাশ্রী প্রকল্পের সাথে এই লিগ অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করেছিল আইএফএ সংগঠনের নেতৃত্ব। অবশেষে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনা করে আইএফএ সচিব এই সিদ্ধান্ত গ্রহণ করে যে আইএফএল লিগ এবার কন্যাশ্রী নামে পরিচিত হবে।
রাজ্য সরকার এই কন্যাশ্রী লিগের জন্য ১১ লক্ষ টাকা বরাদ্দ করে। আগে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করত কেবল মাত্র ৬-৭ টি দল। কিন্তু বর্তমানে এই বছর লিগে অংশগ্রহণ করছেন ২২ টি দল। এই লিগে অংশগ্রহণকারীদের প্র্যাকটিস, টিফিন খরচ, যাতায়াত ভাতা এবং প্রাইজমানি দেওয়া হবে বলে জানা গেছে। জঙ্গলমহলের বেশ কয়েকটি দল এই লিগে অংশগ্রহণ করছে। চলতি মাস থেকেই শুরু হয়ে যাবে এই কন্যাশ্রী লিগ। রাজ্যের এই উদ্যোগে খুশি ক্রীড়া মহল।